দুশ্চিন্তা কাটানোর ইন্দ্রজাল
আপনি কি দ্রুত কাজ দেয় এমন কোন দুশ্চিন্তা দূর করার উপায় জানতে চান,যে কাজে লাগিয়ে এই পোস্ট পড়ার আগেই উপকার পেতে পারেন? এটা চাইলে আসুন আপনাদের উইলিস এইচ.ক্যারিয়ার কথা শোনাই। তিনি নিউ ইয়র্কের সিরাকিউসের পৃথিবী বিখ্যাত ক্যারিয়ার কর্পোরেশনের প্রধান।।তিনি একজন দারুণ ইঞ্জিনিয়ার আর শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন।দুশ্চিন্তা দূর করার যে গল্প তাঁর কাছে থেকে জেনেছি আমার মতে সেটাই সকলের সেরা। মিঃক্যারিয়ার বলেছিল,, 'আমি যখন অল্প বয়সের তখন নিউ ইয়র্কের বাফেলো ফর্জ কোম্পানিতে কাজ করতাম।সে সময় লক্ষ লক্ষ ডলারের এক গ্যাস পরিস্কার যন্ত্র বসানোর জন্য কৃষ্টাল সিটির পিটসবার্গ প্লেট গ্লাস প্রতিষ্ঠানের কাজ পাই।কাজটা হলো ইঞ্জিনের ক্ষতি না করে কিভাবে গ্যাসের প্রয়োজনীয় মিশ্রণ বের করে দেয়া যায়।গ্যাস পরিস্কারের এ পদ্ধতি ছিল নতুন।আগে মাত্র একবারই অন্য পরিস্থিতিতে এর ব্যবহার হয়।আমার কাছে কৃষ্টালসিটিতে নানা অজ্ঞাত অসুবিধা দেখা দেয়।বিশেষ এক ক্ষেত্রে এটায় কাজ হল----তবে যে গ্যারান্টি দিয়েছিলাম সেভাবে হল না। 'আমার ব্যর্থতায় হতবাক হয়ে গেলাম।মনে হলো কেউ যেন আমাকে মাথায় প্রচন্ড আঘাত করেছে।এতোই দুশ্চিন্তায় পড়লাম য...